সখীপুরে আত্বপ্রকাশ হলো প্রবাসী মানবিক সংগঠন
in টাঙ্গাইল
সেপ্টেম্বর ১৯, ২০২০
সখিপুর উপজেলার ৮ নং বহুরিয়া ইউনিয়নের সমস্ত প্রবাসীদের সমন্বয়ে গঠিত হলো এই সংগঠনটি।
বেশ কিছু লক্ষ্য নিয়ে ১৮-০৯-২০২০ তারিখে ৮ নং বহুরিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এর কমিটি আত্বপ্রকাশ হয়। প্রধান উপদেষ্টা
ডা: মোফাজ্জল হোসেন মিলটন
সভাপতি -সুলতান।
সাধারন সম্পাদক-রফিকুল ইসলাম রফিক। সাংগঠনিক সম্পাদক-সাত্তার খান ।
এই সময় এক জন্য অসুস্থ রোগী কে ১০,০০০
টাকা দিয়ে সহযোগিতা করেন সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম কিবরিয়া সেলিম- চেয়ারম্যান
৮নং বহুরিয়া ইউনিয়ন পরিষদ।
সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম রফিক -সাবেক প্রবাসী, সভাপতি মানব কল্যাণ সোসাইটি ৷
সার্বিক সহযোগিতায় করেন
৮ নং বহুরিয়া ইউনিয় বাসি
অনুষ্ঠান পরিচালনা করেন
কামরুজ্জামান কনক
এবং আমিনুল ইসলাম।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো,পারিবারিক অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো,কোন প্রবাসীর যেকোনো সংকটপূর্ন অবস্থায় তার পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য বলে জানান উক্ত উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম রফিক।
(রফিকুল ইসলাম)
Post Views:
৪৪৯
সখীপুর ২০২০-০৯-১৯