ঘাটাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত
in টাঙ্গাইল
সেপ্টেম্বর ১৮, ২০২০
টাঙ্গাইলের ঘাটাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।
আজ বৃহস্প্রতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল বাজার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এ আদালত পরিচালনা করা হয়।
এসময় পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না টাঙাগানো ,ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারার অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আর বলেন, কোন ব্যবসায়ী অহেতুক পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, ঘাটাইলের বিভিন্ন বাজারে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
(নজরুল ইসলাম, ঘাটাইল ডট কম)/-
Post Views:
১৪৫
ঘাটাইল/পেয়াজ ২০২০-০৯-১৮