করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অ্যাটর্নি জেনারেল অ্যাড. মাহবুবে আলম
in বাংলাদেশ
সেপ্টেম্বর ১৮, ২০২০
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেয়া হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাঁকে আইসিইউতে নেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল ছিলো কিন্তু আজ শুক্রবার হঠাৎ তাঁর হৃৎস্পন্দনের গতি যাওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়।
গেল ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে, নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।
মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন।
(ডিবিসি সংবাদ)
Post Views:
২২৮
এটর্নী জেনারেল/আইসিইউতে ২০২০-০৯-১৮