টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
জানা যায় আজ ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলে।
এ সময় বক্তারা বলেন আগামী সাত দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ারি প্রদান করেন।
এসময় টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরো অনেক নেতাকর্মী বক্তব্য দেন।
উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর রাত ১১টায় শহরের ব্যাপারীপাড়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা মনিরুজ্জামান লিটন।
(মজলুমের কন্ঠ)