টাঙ্গাইলে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
in বাংলাদেশ
সেপ্টেম্বর ১৭, ২০২০
টাঙ্গাইলের বাসাইলে গাছ থেকে পড়ে আব্দুর রশিদ (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
নিহতের ছোট ভাই আব্দুস সাত্তার বলেন, ‘বেলা ১১টার দিকে ভাই গাছে ওঠে গাব পারছিলেন। এসময় হঠাৎ করে তিনি মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাজমুন নাহার বলেন, ‘ওই ব্যক্তিকে দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। পরে ইসিজি করে দেখা যায় তার মৃত্যু হয়েছে।’
(টাঙ্গাইল টাইমস,টাঙ্গাইল নিউজ২৪)
Post Views:
৫৫
বাসাইল/গাছ থেকে পড়ে মৃত্যু ২০২০-০৯-১৭