টাঙ্গাইলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
in টাঙ্গাইল
সেপ্টেম্বর ১৪, ২০২০
টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে তায়্যিবা আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশীদ খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত তায়্যিবা আক্তার ওই এলাকার ব্যবসায়ী বুলবুল খানের স্ত্রী। বুলবুল-তায়্যিবা দম্পতির ১১ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় তায়্যিবা সকালের খাবার তৈরী করতে রান্না ঘরে যায়। এসময় চুলায় আগুন জ্বালাতে পাশে থাকা লাকড়ির স্তুপে টানদিলে হঠাৎ তাকে সাপে কামড় দেয়। বিষয়টি বাড়ির সদস্যদের জানালে স্থানীয় কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক দিতে থাকলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে দুপুর ১২টার দিকে তাকে পাশর্^বর্তী সখীপুর উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
(মজলুমের কণ্ঠ)
Post Views:
৪৭৮
বাসাইল/সাপের কামড়ে মৃত্যু ২০২০-০৯-১৪