সখীপুরে একদিনে রেকর্ড ১৫ জনের দেহে করোনা পজিটিভ।
in টাঙ্গাইল
আগস্ট ৩১, ২০২০
সখীপুরে আজ সর্বোচ্চ করোনায় আক্রান্ত ১৫ জন । তারা হলেন
উপজেলার বড়চওনা শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা দবির উদ্দিন (২৭), সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ (৩২), উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা খাতুন (৩২) ।
বোয়ালী গ্রামের মৃত মিয়াচান মিয়ার ছেলে আবুল হাশেম (৫৯),সখীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের অধ্যাপক আবদুল হামিদ আজাদের স্ত্রী শামীমা আজাদ (৫২), তার মেয়ে সানজিদা আক্তার (১৮)
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৩), পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মীর আবুল হাসেমের স্ত্রী মুন্নি আক্তার (৩৭), তার ছেলে আজমাইন (১৪), মেয়ে রাইসা আক্তার (৮)।
কালিয়া ঘোনারচালা গ্রামের হাসমত আলীর মেয়ে হালিমা আক্তার (২৬), ছেলে সাদিকুল ইসলাম (২২)। একই বাড়ির শাহআলমের স্ত্রী লিপা আক্তার (২৭) ।
কালিয়া দনিয়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী মুর্শেদা আক্তার ( ৩৪) এবং ৪নং ওয়ার্ডের আবদুল আলীমের স্ত্রী নুসরাত রশিদ সেলি (৩২) দ্বিতীয়বার করোনা পজেটিভ আসে।
Post Views:
২৬৯
সখীপুরে/করোনা ২০২০-০৮-৩১