টাঙ্গাইলে ১৮ দিনের শিশুকে হত্যা! পরিবারে শোকের ছায়া
in টাঙ্গাইল
আগস্ট ৩১, ২০২০
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ১৮ দিনের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লাউহার্টী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে রবিবার (৩০ আগস্ট) নানির বাড়ি থেকে নিখোঁজ হয় ১৮ দিন বয়সী শিশু রায়হান।
নিহতের পরিবার জানায়, রবিবার নানির বাড়ি থেকে শিশু রায়হান হঠাৎ উধাও হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ঘটনার একদিন পর বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
একপর্যায়ে ময়না তদন্তের জন্য শিশু রায়হানের লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শিশু রায়হানকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় শিশু রায়হানের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Post Views:
৭৫৬
২০২০-০৮-৩১