টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ও টিসিবির বিপুল পরিমাণ পণ্য মজুতের দায়ে মির্জাপুরের আওয়ামী লীগ নেতা আবুল বাশারকে আটক করছে র্যাব৷
সরকারি পণ্যের অবৈধ মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে মির্জাপুরের পাকুল্যা বাজারের জামুর্কী ইউনিয়নের মেসার্স আবুল বাশার ট্রেডার্সের গুদাম ঘরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালায় টাঙ্গাইল র্যাব-১২ ও সিপিসি-৩ এর এরিয়া কমান্ডার।
এ সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল ও টিসিবির পণ্য উদ্ধার করে র্যাব। এবং ডিলার আবুল বাশারকে গ্রেফতার করে র্যাব। পরে র্যাব বাদী হয়ে তাকে আসামী করে মামলা করা হয় এবং র্যাবের ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করে। আর উপজেলা প্রশাসন তার ডিলারশীপ বাতিল করে জামানত বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।
এ সময় মির্জাপুর থানার ওসি জানান তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।