টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ১ দিন পর সুজন আহমেদ (১০) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

সুজন ওই গ্রামের কাচামাল ব্যবসায়ী আন্নাছ আলীর ছেলে এবং গড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকেলে সুজন তার সমবয়সী আবদুল্লা ,রুবেলসহ কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুড়ি উড়াতে বাড়ি থেকে বেড় হয়। রাতে সে আর বাড়ি ফিরে না আসায় পরিবার ও এলাকাবাসী মিলে রাতভর অনেক খোজাখুজিও করেও তার সন্ধান পায়নি।
পরদিন শনিবার সকাল থেকে নিখোঁজ হওয়ার বিষয়ে মাইকিং করা হয়। গ্রামের মানুষ দলবেধে পুকুর ডোবা খুজতে থাকেন। এক পর্যায়ে সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে বখতিয়ার পাড়ার একটি পুকুরে ভাসমান অবস্থায় সুজনের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।