দেশে করোনা ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা আশংকাজনক ভাবে বেড়েই চলেছে।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরো ৫০৩ জনের দেহে করোনাভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেছে।
এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৪৬৮৯ জন।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১৩১ জন।
গত ২৪ ঘন্টায় মোট ৪ জন রোগী সুস্থ হয়েছেন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১২ জন
আজ বেড়া আড়াইটায় স্বাস্থ বিভাগের নিয়মিত ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের দাবি স্বাথ্যবিধি ও লকডাউন অমান্য করে গণজমায়েতের কারণে দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে।
এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। পাশাপাশি করোনার উপসর্গ দেখা দেওয়া মাত্র হাসপাতালে না এসে জরুরী হটলাইনে ফোন দেওয়ার অনুরোধ জানানো হয়।
ঢাকার অনেক এলাকায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে।