সারা দেশ যখন করোনা ভাইরাসের আতঙ্কে হিমসিম ঠিক সেখানেই ভাইরাস প্রতিরোধের দেয়াল প্রস্তুত করতে এগিয়ে যাচ্ছেন মানবসেবী ডাক্তার সমাজ।
বাংলাদেশের মানুষ এই ভাইরাস নিয়ে বেশ আতঙ্কের মধ্যেই রয়েছে। কেনই বা থাকবে না? এটি একটি মহামারী আকার ধারণ করে ফেলেছে। তাই গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে কেউ অসুস্থ হলে প্রথমেই চলে যায় ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে। কারন, যেকোনো অসুস্থতার পরামর্শের জন্য প্রথম ধাপ হলো ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র। তাই সেখানে ভীড় হচ্ছে প্রতিদিন অনেক মানুষের। সেখানে নিয়োজিত থাকা FWV দের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে জীবনের সাথে। গ্রামের অনেক মানুষ-জন সামাজিক দূরত্বের বিষয়টি খেয়াল রাখছে না। তারা প্রতিনিয়তই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মোটমোটি জনসমাগম তৈরি করছে। এর জন্য ঝুঁকি বেড়ে গিয়েছে সেখানে নিয়োজিত FWV সেবীকাদের।
নিজের জীবনে ও পরিবারের সাথে বাজি রেখে অন্যের সুস্থতা কামনায় ঝাঁপিয়ে পড়ছে দেশের ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রের FWV সেবক- সেবীকা ও সকল ডাক্তার নার্স।
বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের পক্ষ্য থেকে আপনাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও স্যালুট।

Pic: FWV Bangladesh
নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন।