টাঙ্গাইলের কালিহাতীতে কাল বৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির তান্ডবে পাকা ধানক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কমপক্ষে অর্ধশত ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। বুধবার বিকালে ৪ টার দিকে এই ঝড় হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ঝড়ে বশে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন তালুকদার বলেন, বুধবার বিকাল ৪ টার দিকে হঠাৎ ঝড়ে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া, দুর্গাপুর ইউনিয়নের পটল, সল্লা ও বাংড়া ইউনিয়নে ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
তিনি আরো বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেধি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার বাংড়া গ্রামে। এখানে অনেক বাড়িঘর ভেঙে চুরমার হয়েছে,পাশাপাশি নষ্ট হয়েছে অনেক গাছপালা।
উপজেলার বাংড়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মোহাম্মদ আলী, ওয়াজেদ আলী, আনোয়ার হোসেনসহ আরো অনেকে বলেন, এমনিতেই করোন ভাইরাসের কারনে আমরা খুবই কষ্টে জীবনযাপন করছি। এরমধ্যে ঝড়ে আমাদের পাকা ধান শেষ করে দিলো। এখন আমাদের আর কষ্টের শেষ নাই। না খেয়ে মরতে হবে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা ধান ক্ষেতের পাশে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। এদিকে ক্ষতিগ্রস্থরা সরকারি সাহায্য কামনা করেছেন।