টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধুকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার বিকেল চারটায় সৃষ্টি সংঘ মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান ছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. ওসমান গণি, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাসের ফারুক, সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইউম, গজারিয়া শান্তিকুঞ্জ অ্যাকাডেমি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী টুর্নামেন্টে সখীপুর পৌরসভা ফুটবল দল গজারিয়া ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন।
